পলাশবাড়ীতে পূজামন্ডপ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩০ PM, ০২ অক্টোবর ২০২২

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার কালীবাড়ী মন্দিরে শারদীয় দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।

২ অক্টোবর রবিবার বিকালে পূজামন্ডপ পরিদর্শনের এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম।

গাইবান্ধার পলাশবাড়ী আগমনে রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ও বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএমকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও পলাশবাড়ী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বিপিএম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

শারদীয় দুর্গা পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম জানান, আপনারা দেখছেন, আমরা বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী গোবিন্দগঞ্জসহ বিভাগের অন্যান্য স্থানের দুর্গা পূজামন্ডপ গুলো পরির্দশন করেছি।

পুলিশ প্রশাসন ও স্থানীয় পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ সকল স্তরের মানুষের সহযোগীতায় শান্তিপূর্ন পরিবেশে এবারে শারদীয় দূর্গা পূঁজা অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :