পলাশবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন “সংকট কালে তথ্য পেলে, জনগনের মুক্তি মেলে” তথ্য পাবে জনগণ, তথ্যে সবার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
সভায় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক মিলন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন, প্রানী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন,
পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্যরা৷
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের তথ্য গুলো সহজতর করা ও গণমাধ্যমকর্মীদের ও সচেতন মানুষের মাধ্যমে বর্তমান সরকারের সময়ে স্থানীয়ভাবে যে সকল চলমান উন্নয়নের সাফল্য ও সম্ভাবণাময় দিক গুলো তুলে ধরার আহবান জানান।
সভায় গণমাধ্যমকর্মীদের সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর গুলো হতে চলমান কাজের তথ্য প্রদান করলে গণমাধ্যমে তুলে ধরা সহজ হবে বলে মনে করে গণমাধ্যমকর্মীরা।

