লাখাইয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনা সভা
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে জলাতঙ্ক দিবসের আলোচনা সভা অনুস্টিত হয়েছে।
বুধবার (২৮ শে সেপ্টেম্বর) সকাল ১১টায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ডাঃ আবু হেনা মোস্তফা জামানের সভাপতিত্বে ও ডাঃ এ কে এম মঞ্জুরুল আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্জন ডাঃ শাহাদৎ হোসেন, সাংবাদিক বাহার উদ্দীন।
বক্তারা জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সি ডি সি’ স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্টিত হয়। কুকুর, বিড়াল, শিয়াল,বানর, বেজি, কামড় আচড় দিলে ক্ষতস্থানে সাথে সাথে সাবান পানি দিয়ে ধৌত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে পরামর্শ নিতে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।
” জলাতঙ্কঃ মৃত্যু আর নয় সবার সাথে সমন্বয়”৷ এই প্রতিবাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অংশগ্রহণ করেন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শামিম আহমেদ চৌধুরী, এস আই দেবাশিষ তালুকদার, ইউপি সদস্য কে এম জিয়া, শাহ নেওয়াজ, সাংবাদিক এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ক্রেডিট কর্মকর্তা জানৃনাতুন নাহার লিজা। পরিসংখ্যানবিদ হাবিবুর রহমান এবং হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও নার্সবৃন্দ প্রমুখ।

