লাখাইয়ে রোপা আমনের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৯ AM, ২৮ সেপ্টেম্বর ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই উপজেলায় এ বছর রোপা আমন মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে।

সরেজমিনে লাখাই উপজেলার বিভিন্ন হাওড়ে ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর লক্ষ্য মাত্রা থেকে অধিক জমিতে রোপা আমনের চাষাবাদ হয়েছে।

এ ব্যাপারে লাখাই উপজেলার অনেক কৃষকের সাথে আলাপ কালে তারা জানান, এ বছর বোনা আমন ধান বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অপর দিকে, ঔ ফসলি জমিতে অধিক হারে পলি মাটি জমার কারনে এ বছর রোপা আমন ধান অন্যান্য বছরের তুলনায় এ বছর ভাল ফসল হয়েছে।

কৃষকগন আরো জানান, যে সব জমিতে বোর ধানের আবাদ করতাম সে সব জমিতে এবার রোপা আমন চাষ করেছি। তাই এ বছর অন্যান্য বছরের তুলনায় এই মৌসুমে অধিক ফসল ফলনের আশাবাদী।

এ ব্যাপারে লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকারের সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান, এ বছর রোপা আমন ধান চাষে আমাদের লক্ষ্য মাত্র ছিল ৩ হাজার ৭ শত ৪০ হেক্টর জমি কিন্তু গত বন্যায় ফসলি জমি ক্ষয়ক্ষতি হওয়াতে এ বছর অর্জন হয়েছে ৪ হাজার ৪শত ২০ হেক্টর জমি এবং উৎপাদনের লক্ষ্যমাত্র ছিল ১০ হাজার ১শত ২৩ মেঃ টন ধান। কিন্তু এই লক্ষ্য মাত্রা ছাড়িয়ে এ বছর জমির আবাদের পরিমান বেড়ে যাওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৯শত ৬৩ মেঃ টন ধান।

তিনি আরো জানান, আমরা সব সময় কৃষকের পাশে থেকে কৃষকদের কে বিভিন্ন সঠিক পরামর্শ  দিয়ে আসছি এবং কোথায়ও কোন প্রকার জমির ফসলে জটিলতা দেখা দিলে তাৎক্ষণিক ভাবে কৃষকদের কে পরামর্শ দিয়ে আসছি।

আপনার মতামত লিখুন :