লাখাইয়ে অপ্রাপ্ত বয়সের গাড়ী চালকের দৌরাত্ম্য, অহরহ ঘটছে দূর্ঘটনা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২২ PM, ২৫ সেপ্টেম্বর ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই উপজেলায় অপ্রাপ্ত বয়সের বিভিন্ন গাড়ী চালকের দিন দিন দৌরাত্ম্য বেড়ে গেছে।

যে বয়সের বালকদের হাতে থাকার কথা বই সেই বয়সে বালকরা পথ বেছে নিয়েছে টাকা রেজগারের পথ।  আর এই টাকা রোজগার করতে গিয়ে এলাকায় গঠছে প্রতিনিয়ত গাড়ী দূর্ঘটনা।  যদিও আইনে বলা হয়েছে শিশু শ্রম আইনত নিষিদ্ধ। তবুও মানছেনা বালকদের অভিভাবকগন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় ১৬ বছরের নীচে অধিকাংশ ছেলেরা টমটম ও ইজিবাইক চালাইতে।

এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অচিরেই এনিয়ে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চলমান এস এস সি পরীক্ষা শেষে এ ব্যাপারে অভিযান চালিয়ে কঠোর ব্যবস্তা নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

লাখাই থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ নুনু মিয়া বলেন, আমি কয়েকদিন আগে থেকেই এই ব্যাপারে প্রদক্ষেপ গ্রহন করেছি এবং এ অভিযান  অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :