গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০২ PM, ২৪ সেপ্টেম্বর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে নাফি নামের (০৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে ডুবে শিশু নাফির মৃত্যু হয়। নিহত নাফি উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের আলীপুর গ্রামের শাকিল মিয়ার ছেলে। নাফি গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, নাফি দুপুরে পুকুরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ও ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :