পলাশবাড়ীতে মিনা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০৬ PM, ২৪ সেপ্টেম্বর ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে “মিনা দিবস” পালিত হয়েছে।

দিবসটি পালনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়৷

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম এর সভাপতিত্বে সভায় “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানে দিবসটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা অফিসার কামরুজ্জামান নয়ন। এসময় উপজেলার গণমাধ্যমকর্মীগণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :