গোবিন্দগঞ্জে হুইল চেয়ার ও প্রশিক্ষনের সনদ বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সমাজসেবা কার্যালয়ের পৃথক আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চেয়ার এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে সনদ পত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠান ও প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ের আয়োজনে ও পি ই ডি পি-৪ এর অর্থায়নে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।
উপজেলা সহকারী কমিশনার (ভূর্মি) আব্দুল্লাহ বিন শফিক এর সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবার সহকারী পরিচালক কামরুল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকতা শফিউল ইসলাম জুয়েল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতামাশুল ইসলাম প্রধান শিল্পী, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ।

