লাখাইয়ে বিদেশী মদ সহ আটক ২

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩৭ PM, ১৮ সেপ্টেম্বর ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনায় ১৭ সেপ্টেম্বর  সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর থানাধীন হবিগঞ্জ পৌরসভার অর্ন্তগত ০২ নং পুল সাকিনস্থ হবিগঞ্জ টু শায়েস্তাগঞ্জ রোডের পাশে খাজা হোটেলের সামনের পাকা রাস্তার ওপর হতে আসামি জমির আলী (৪২), পিতা-মৃত নছির উল্ল্যা, সাং-সাগর দিঘীর দক্ষিনপাড়, থানা-বানিয়াচং, হবিগঞ্জ নিউটন ভট্টাচার্য্য (৩২), পিতা-অমিয় ভট্টাচার্য্য, সাং-রাঢ়িশাল, থানা-লাখাই, হবিগঞ্জদ্বয়কে  ১২ (বার) বোতল বিদেশি (যার মূল্য অনুমান–৭২,০০০/- টাকা) সহ আটক করে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।  আজ ১৮ সেপ্টেম্বর রবিবার আসামীদেরকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :