গাইবান্ধায় উপ-নির্বাচনে ৯ জন প্রার্থী মনোময়ন পত্র জমা দিলেন
গাইবান্ধা প্রতিনিধি;
৩৩ গাইবান্ধা-৫ আসনে (সাঘাটা-ফুলছড়ি) উপ-নির্বাচনে গতকাল (১৩ সেপ্টেম্বর) সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বিকাল পর্যন্ত ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এরমধ্যে আওয়ামীলীগের ১ জন, জাতীয় পাটি(জাপা) ১ জন, বিকল্পধারা বাংলাদেশ এর ১ জন ও স্বতন্ত্র থেকে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাঘাটা উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কামরুল ইসলাম জানান, মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জন সাঘাটায় ৩ জন গাইবান্ধা জেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
আওয়ামীলীগের প্রার্থী হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জাতীয় পাটির(জাপা) সাঘাটা উপজেলা সভাপতি এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র থেকে নাহিদুজ্জামান নিশাদ, মাহবুবুর রহমান, এইচ এম এরশাদ, শাহ আবু বক্কর, সৈয়দ বেলাল হোসেন ইউছুব, শহিদুল ইসলাম সরকার।
উল্লেখ্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বি মিয়ার মৃত্যুজনিত কারনে ৩৩ গাইবান্ধা (সাঘাটা- ফুলছড়ি) ৫ আসনটি শুন্য হয়। আগামী ১২ই অক্টোবর এই শুন্য আসনের নির্বাচন অনুষ্ঠীত হওয়ার কথা রয়েছে।

