লাখাইয়ে পার্কিং প্লেইট বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ চেয়ারম্যানদের বিরুদ্ধে

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫২ PM, ১১ সেপ্টেম্বর ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাইয়ে পার্কিং প্লেইট বিতরণে ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, লাখাই উপজেলায় ৬টি ইউনিয়নে উপজেলা প্রশাসনের নির্দেশনায় লাখাই উপজেলায় টমটম ও ইজিবাইক পরিবহনে  পার্কিং প্লেইট ব্যবহার করে লাখাই উপজেলায় চলাচলের জন্য বলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সাথে আলাপকালে তিনি জানান, এই পার্কিং প্লেইট ব্যবহার করার জন্য ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছি প্রতি টমটম ও ইজিবাইক পরিবহনের চালকদের কাছ থেকে ২ হাজার টাকার বিনিময়ে তারা পার্কিং প্লেইট সংগ্রহ করবে।

এই উদ্যোগ কেন গ্রহন করেছেন জানতে চাইলে তিনি জানান, গাড়ীর বৈধতা দিচ্ছি এমন নয় এ বিষয়ে উদ্যোগ নেয়ার একটাই কারন যেন কোন চালক দুর্ঘটনা ঘটাইলে যেন সহজেই তাদের কে চিহ্নিত করতে পারি এ ছাড়াও ১৮ বছর নীচে কোন চালক কে পার্কিং প্লেইট দেয়া না হয়।

তিনি আরো জানান, এর পর থেকে যদি ১৮ বছরের নীচে কোন চালক কে রাস্থায় গাড়ী চালাইতে পাওয়া যায় তা হলে তাৎক্ষিণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

লাখাই ইউনিয়ন, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ ও এডঃ খোকন চন্দ্র গোপের সাথে যোগাযোগ করলে তাঁরা জানান, আমরা এখনও পার্কিং প্লেইট বিতরণ করি নাই।

বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি আমার ইউনিয়নে প্রতিটি টমটম ও ইজিবাইক চালকদের কাছ থেকে ২৩ শত টাকা নিতেছি।

মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি ২১শত টাকা পার্কিং প্লেইট নিচ্ছি।

এ ব্যাপারে বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের টমটম ও ইজিবাইক সমিতির এরশাদ আহমেদ ও আলআমীন জানান, আমরা চেয়ারম্যান অফিসে  প্রতি ২৩শত টাকা দিয়েছি কিন্তু চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক আমাদের কে ২ হাজার টাকার রশিদ দিয়েছে এই নিয়ে ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্টদের আমাদের বাকবিতন্ডা ও হয়েছে।

মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মাজু মিয়ার ছেলে রুবেল, তৈয়ব আলীর ছেলে সালাউদ্দিন তার পার্কিং প্লেইট নং ৬০, ও মৃত মিয়াধন মিয়ার ছেলে শেলু মিয়া তার পার্কিং প্লেইট নং ৫৫, কাঙ্গালী মিয়ার ছেলে মুচন মিয়া পার্কিং প্লেইট নং ৩৫ তারা এ প্রতিনিধিকে জানান, আমরা মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান অফিসে ২৩ শত টাকা দিয়ে পার্কিং প্লেইট সংগ্রহ করেছি।

অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন জানান, এ বিষয়টি আমি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নিব। এ নিয়ে চলছে লাখাই উপজেলায় নানা গুঞ্জন ও গাড়ী চালকদের মাঝে দেখা দিয়েছে চাপা ক্ষোভ।

আপনার মতামত লিখুন :