মাথায় বড় আকৃতির টিউমার নিয়ে সদ্য জন্ম নেয়া সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন দিনমজুর বাবা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৭ PM, ১০ সেপ্টেম্বর ২০২২

Spread the love
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
মাথায় বড় আকৃতির টিউমার নিয়ে সদ্য জন্ম নেয়া সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন দিনমজুর বাবা ফয়সল মিয়া। সন্তানের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় দরিদ্র  পিতার চোখে শুধুই অন্ধকার। সন্তানের জীবন বাঁচাতে তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
ফয়সল মিয়া নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত ২ সেপ্টেম্বর তার স্ত্রী বাড়িতেই একটি ছেলে সন্তানের জন্ম দেয়। কিন্তু জন্মের পর দেখা যায় শিশুটির মাথায় বড় একটি টিউমার রয়েছে। পরদিন তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচদিন চিকিৎসা শেষে তাদেরকে ছুটি দেয়া হয়েছে।
এসময় চিকিৎসক জানান, শিশুটিকে ঢাকায় নিয়ে অপারেশন করে টিউমার কেটে ফেলতে হবে। তবে চিকিৎসাটি যেমন ঝুঁকিপূর্ণ তেমনি ব্যয়বহুল।
জানা যায়, শনিবার শিশুটি ঘরের বিচানায় শুয়ে আছে। পাশেই বসা তার বাবা ফয়সল মিয়া আর মা ব্যস্ত সংসারের কাজে। ফয়সল মিয়ার সহায় সম্বল বলতে একটি ঘর ছাড়া কিছুই নেই। তাই সন্তানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই পিতা মাতার।
শিশুটির মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে নাম রেখেছি ইসমাঈল হোসেন। ডাক্তার বলছেন ছেলের অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। তবে কত টাকা লাগবে তা  তিনি বলেননি। শুধু বলেছেন এই চিকিৎসা অনেক ব্যয়বহুল। আমরা খুবই গরিব। ছেলের চিকিৎসার জন্য এক টাকাও আমাদের কাছে নাই। যদি সমাজের বিত্তবান আমাদেরকে কিছু সাহায্য-সহযোগিতা করেন- তাহলে হয়তো আমার ছেলেটিকে বাঁচানো সম্ভব।
তিনি আরও জানান, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) চম্পক কিশোর সাহা সুমন বলেছেন ‘এই অপারেশন অনেক ঝুঁকিপূর্ণ। যদি সরকারিভাবে অপারেশন করানো যায়, তাহলে আনুমান ১ লাখ টাকার মতো ব্যয় হবে। আর যদি বেসরকারিভাবে করা হয় তা হলে আড়াই থেকে ৩ লাখ টাকা লাগতে পারে।

আপনার মতামত লিখুন :