লাখাই থানার ওসি সাইদুল ইসলামের বিদায় সংবর্ধনা
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় লাখাই থানা প্রাঙ্গনে বিদায়ী ওসি মোঃ সাইদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুস্টানে থানার ওসি তদন্ত চম্পক দামের সভাপতিত্বে ও এস আই ফজলে রাব্বীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজা আক্তার শিমুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আবু হেনা মোস্তফা জামান, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, বীর মুক্তি যোদ্ধা কেশব চন্দ্র রায়,
আওয়ামীলিগ নেতা শাহ রেজাউদ্দীন দুলদুল, নুরুজ্জামান মোল্লা, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দীন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ, এস আই ফারুক হোসেন, স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আবুল আবুল বশর চৌধুরী, লাখাই অনলাইন প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান ইমরান,আব্দুল মতিন,এ এস আই আবেদ আলী এস আই দেবাশিষ তালুকদার, কনস্টেবল শামীম আহমেদ, বুল্লা বাজার সমিতির সভাপতি আশিক আহমেদ রাজিব, সাংবাদিক আব্দুল হান্নান।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওঃ মহিবুল হক। পরিশেষে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজা আক্তার শিমুল বিদায়ী মোঃ সাইদুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

