নবএমপিওভুক্ত কুঞ্জ মহিপুর দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৪ PM, ০৬ সেপ্টেম্বর ২০২২

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

“সাদুল্লাপুরের নব এমপিওভুক্ত কুঞ্জ মহিপুর দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি শূন্য” শিরোনামে খবরটি বিভিন্ন দৈনিক জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য ঘটনাকে ধামা চাপা দেয়ার জন্য পত্রিকায় প্রতিবাদ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রকৃত ঘটনা ১ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কুঞ্জ মহিপুর দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর ১টার দিকে উপস্থিত হয়ে কয়েকজন শিক্ষক-কর্মচারীকে শ্রেণিকক্ষে চেয়ার টেবিল নিয়ে গল্প-গুজব করতে দেখা যায়। তবে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও সংযুক্ত কারিগরি (ভোকঃ) শাখার সকল শ্রেণিতেই শিক্ষার্থী উপস্থিতি শূন্য পাওয়া যায় এবং শ্রেণিকক্ষে শুধুমাত্র চেয়ার-টেবিল ও ফাঁকা ব্রেঞ্চ দেখা যায়। কোন শ্রেণিকক্ষের ব্রেঞ্চে কোন বই-খাতা বা স্কুল ব্যাগ দেখা যায় নাই।

উপস্থিত শিক্ষক সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ে ১৪ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী রয়েছে এবং প্রতিষ্ঠানটি নবএমপিওভূক্ত হয়েছে। তবে শিক্ষার্থী শূন্য ব্যাপারে প্রধান শিক্ষক আসাদুজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, ২০ বছর থেকে না খেয়ে কাজ করে আসছি এর আগেতো আপনারা কোনদিনই আমাদের বিষয় গুলো লিখেন নাই। এখন এমপিও হয়েছে বিদ্যালয় ঠিক করতে সময় লাগবে।

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল ইসলাম জানান, সরকারি নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ নয়। শিক্ষার্থী না থাকলে তা অনিয়ম। যদি শিক্ষার্থী উপস্থিতি না থাকে তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত খবর দৈনিক জাতীয় ও আঞ্চলিক পত্র-পত্রিকায় প্রকাশিত হলে প্রধান শিক্ষক পত্রিকায় প্রতিবাদ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তবে সরেজমিনে সঠিক তদন্ত হলে থলের বিড়াল বেড়িয়ে আসবে।

আপনার মতামত লিখুন :