পলাশবাড়ীতে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি আটক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৯ PM, ০৩ সেপ্টেম্বর ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ১ হাজার ৬২০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ লেবু প্রধানকে আটক করেছে র‍্যাব।

৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক লেবু প্রধান (৪৫) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের মৃত-বাচ্চা মিয়ার ছেলে।

মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলা সদর পোস্ট অফিস এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এসময় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১ হাজার ২০ পিস ইনজেকশনসহ লেবু প্রধানকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, লেবুকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।#

আপনার মতামত লিখুন :