লাখাইয়ে চলাচলের রাস্থা খালের গর্ভে বিলীন, ভোগান্তি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১১ PM, ০২ সেপ্টেম্বর ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই  উপজেলার ৩ নম্বর মুড়িয়াউক  ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুনেশ্বর গ্রামের  ঈদগাহ মাঠ হইতে ফারুক মেম্বার এর বাড়ী পর্যন্ত  রাস্তাটি খালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফলে জন ভোগান্তি চরমে।

রাস্তাটির বেহালদশা অবস্থায় চলাচলে গ্রামবাসীর ভোগান্তি চরমে।গ্রামবাসীর চলাচলের একমাত্র  রাস্তাটি ব্যবহার করে প্রতিদিন  লোকজন পন্য আনা- নেওয়া ও ছাত্র- ছাত্রী রা বিদ্যালয়ে আসার একমাত্র ঐ রাস্তা।

এ রাস্তাটি  পাকা করে নির্মানের জন্য গ্রামবাসী দীর্ঘদিন  দিন যাবৎ  দাবী জানিয়ে আসছে। ইতি  মধ্যে বিগত ভয়াবহ বন্যায় ঔ কাঁচা এ রাস্তাটি পানির স্রোতে স্থানে স্থানে ভেঙ্গে চলাচলে বিঘ্ন সৃষ্টি  হচ্ছে।কোন কোন অংশ রাস্তার পাশ দিয়ে বয়ে চলা খালে বিলীন হওয়ায়  চলাচল ঝুঁকি পূর্ন হয়ে পড়েছে। এতে পথচারী  বিশেষ করে বিদ্যালয়গামী ছাত্র- ছাত্রীরা পড়েছে বিপাকে।

বর্তমানে এ রাস্তা দিয়ে পন্য আনা নেওয়া দূরের কথা চলাচল করাই কষ্টসাধ্য  হয়ে পড়েছে।এ অবস্থা চলতে থাকলে এবং রাস্তাটি পূনঃ নির্মান না করলে রাস্তাটি খালের গর্বে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।

সরজমিন পরিদর্শনে দেখা যায় বিদ্যালয়গামী  শিক্ষার্থীরা খুবই ঝুঁকি  নিয়ে চলাচল করছে।

এ ব্যাপারে মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান নোমান সারোয়ার জনি জানান, সুনেশ্বর গ্রামের  গ্রামবাসীর চলাচলের গুরুত্বপূর্ণ এ রাস্তাটি পূনঃ  নির্মানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি। চেষ্টা চালিয়ে যাচ্ছি বিহীত ব্যবস্থা করতে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সাথে আলাপকালে জানান, এ রাস্তাটি  পূনঃ নির্মানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :