পলাশবাড়ীতে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৪ PM, ০১ সেপ্টেম্বর ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, পলাশবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নির্দেশে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে এসআই দেওয়ান মো. রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ী এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি কালে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ ২জন মাদক কারবারীকে হাতে-নাতে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তরাকৃতরা হলো- লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার কালিকাপুর শৈলমারী গ্রামের নবীর আলীর ছেলে আব্দুস সোবহান (২০) ও একই এলাকার মৃত হোসেন আলীর ছেলে শাহিদার রহমান (৪০)।

থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :