লাখাই উপজেলার চিকনপুর হাওড়ে পোনা মাছ অবমুক্ত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৩ PM, ০১ সেপ্টেম্বর ২০২২

Spread the love

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

২০২২-২০২৩ অর্থ বছরের লাখাই উপজেলার চিকনপুর হাওড়ে পোনা মাছ অবমুক্ত করেছে লাখাই মৎস্য অধিদপ্তর।

উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিছ তালুকদার জানান, ১লা সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় লাখাই ইউনিয়নের চিকনপুর ব্রীজের কাছে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এসময় উপস্তিত ছিলেন, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন,  উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার ও মৎস্য কর্মকর্তা ইদ্রিছ তালুকদার সহ এলাকার জনসাধারণ।

মৎস্য  কর্মকর্তা মোঃ ইদ্রিছ তালুকদার জানান  চিকনপুর হাওড়ে রুই, কাতল, মৃগেল, কালিভাউস ও গইন্না মাছের পোনামাছ অবমুক্ত করেছি ৪ শত ৪৩ কেজি পোনামাছ।

তিনি আরো জানা, এই অবমুক্ত পোনামাছ হাওড়ে  বড় হলে উপকার ভোগ করবে সাধারণ জনগন ও জেলেরা।

আপনার মতামত লিখুন :