গাইবান্ধায় কথা কবিতা গানে বঙ্গবন্ধুকে স্মরণ করল উদীচী
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় গানের সুরে, কবিতার পংক্তিতে বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মুক্ত মঞ্চে আয়োজিত হয় ‘বঙ্গবন্ধু তাঁর নাম’ স্মরণ অনুষ্ঠানের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদীচী গাইবান্ধা জেলা সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন-কর্ম ও ৭৫’র নির্মম হত্যাকান্ড সম্পর্কে আলোচনা করেন উদীচী জেলা সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম।
আলোচনা শেষে পরিবেশিত হয় গান কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে আবৃত্তির ফাঁকে ফাঁকে গান গেয়ে মুগ্ধ করেন শিল্পী চুনি ইসলাম, তাসমিয়া বিন্তে ফেরদৌস, আফিয়া আমিন লুবা ও রওনক চৌহান মর্ম। কবিতা আবৃত্তি করেন গৌতমাশীষ গুহ সরকার, শিরিন আকতার, আফরোজা লুনা, হামিদা রিক্তা, রিফাত জাহান, অর্চ প্রসাদ ও মোজাম্মেল হক বাপ্পী। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন তবলায় মাহমুদ সাগর মহব্বত, কী-বোর্ডে এস.এম স্বাধীন ও অক্টোপ্যাডে মানিক বর্মন।

