বানিয়াচংয়ে গরু সহ আটক দুই চোর

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১৮ PM, ৩০ অগাস্ট ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই  (হবিগঞ্জ)  প্রতিনিধি;

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার সহ ২ চোর কে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

জানা যায় , ২৮ আগষ্ট দিবাগত  রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় বাদী শেখ মোহাম্মদ নুরুল ইসলাম(৪৩), পিতা- মৃত শেখ মোহাম্মদ ফজর উদ্দিন, সাং- দৌলতপুর, ৯নং পুকরা ইউ/পি, থানা- বানিয়াচং, জেলা-হবিগঞ্জ তার গৃহপালিত একটি গাভী গরু বসত ঘরের পূর্ব পাশে বেধে ঘুমিয়ে পড়েন।

রাতের অন্ধকারে একদল চোর বাদীর বসত ঘর থেকে গরুটি চুরি করে সিএনজি গাড়ী যোগে হবিগঞ্জ সদর এলাকায় পৌছিলে সদর থানা পুলিশের সহায়তায় গরুচোর বানিয়াচং থানার দৌলত পুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে জামির আলী (২৮) একই গ্রামের বজলু মিয়ার ছেলে রুবেল মিয়া (১৮), পিতা- বজলু মিয়াকে বাদীর চোরাই যাওয়া গরু এবং চোরাই কাজে ব্যবহৃত সিএনজি গাড়ীসহ আটক করা হয়।

উক্ত বিষয়ে বানিয়াচং থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :