কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে বিএনপির বিক্ষোভ- সমাবেশ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
দেশব্যাপী গুম, খুন, জ্বালানী তেল, গ্যাস, বিদু্যৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে আজ ২৯ শে আগষ্ট সোমবার বিকেলে বিক্ষোভ- সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
পলাশবাড়ী পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশে পৌর বিএনপির সভাপতি জেলার যুগ্ম সস্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদকও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি আনিছুজ্জামান খান বাবু।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সভাপতি নিবাহী কমিটির সহ সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড, হানিফ বেলাল, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারন সম্পাদক আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর মোত্তালীব সরকার বকুল, সাইফুল ইসলাম, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, সাধারন সম্পাদক মৌসুমি বেগম তমা, যুগ্ম সস্পাদক মৌসুমী আকতার মিষ্টি, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জিম, সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন সরকার,আল আমিন, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, পৌর যুবদল আহবায়ক লতিফ, উপজেলা ছাত্রদল সদস্য সচিব সোহেল হুদয় রসিদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির প্রমুখ।

