বাহবলে অভাবের বোঝা টানছে ৪র্থ শ্রেণির ছাত্র রাকিব!
আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;
যে বয়সে বই,কলম,খাতা থাকার কথা সেই বয়সে অভাবের তাড়নায় পড়ালেখা ছেড়ে জীবন যুদ্ধে নেমেছে রাকিব (১৪) নামের এক শিশু। এরমাঝেও পড়ালেখা করার প্রবল ইচ্ছেও তাঁর ভিতরে বাস করতে দেখা গেছে।
জানা যায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার কাইতগাঁও গ্রামের মাসুক মিয়ার পুত্র ও কাইতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়ালেখা করছিল। ৫ ভাই ও ১ বোনের মাঝে সেই বড়। তার মা- বাবাসহ ৮ সদস্যের একটি পরিবার। মা মানুষের বাড়িতে কাজ করেন এবং বাবা চালান রিক্সা।
কৃষিজমি না থাকায় মা,বাবার উপার্জিত অর্থে খেয়ে না খেয়ে সংসার চলছে। এ অবস্থায় গত ২ বছর পুর্বে পড়ালেখা ছেড়ে ভাড়াটিয়া টমটম গাড়ী চালানো পেশায় নেমে আসে।
সে জানায়, মা,বাবার বড় ছেলে হিসেবে অভাবের তাড়নায় পড়ালেখা ছাড়তে হয়েছে। তবেঁ পড়ালেখা করার আগ্রহ তার মাঝে আছে বলেও দাবী করেছে।

