গোবিন্দগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধ অন্তত ১৫

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৯ AM, ২৫ অগাস্ট ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ- বিএনপির সংঘর্ষে অন্তত ৪০জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে কমপক্ষে ১৫ জন।

জানা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসুচীকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙ্গচুর করে। এ ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম ও থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদসহ কমপক্ষে ৪০ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতের মধ্যে কয়েকজন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, বুধবার (২৪ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। বিএনপির কর্মীরা বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপির কমপক্ষে ৪০ জন নেতাকর্মি আহত হন।

খবর পেয়ে আওয়ামীলীগ কর্মীরা সেখানে গেলে বিএনপি কর্মীরা তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে আওয়ামী লীগ কর্মীদের ধাওয়ায় তারা পিছু হটে। এসময় বিএনপি কার্যালয়ের সামনে রাখা কয়েকটি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।

তবে পুলিশের দাবি, বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ অ্যাকশনে যায়। নেতাকর্মীদের ইট-পাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্যও আহত হন।

আপনার মতামত লিখুন :