গোবিন্দগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে মহিলা গ্রেফতার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, উপজেলার কুঞ্জ খালাশপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী জলিয়া বেগম (৩৬) ২২ আগষ্ট বিকেলে ইসলামী ব্যাংকে টাকা উত্তোলন করে ব্যাগে নিয়ে ব্যাংক থেকে নামার সময় সুকৌশলে এক মহিলা ব্যাগের চেন খুলে উত্তোলন কৃত টাকা ছিনতাইয়ের সময় জলিয়া বেগম ধরে ফেলে। পরে আশেপাশের লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে মহিলা কে আটক করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত মহিলার নাম হোসনেআরা বেগম জোসনা (৩২)। সে বগুড়া পৌরসভার দত্তবাড়ী চেলোপাড়ার আজিজার রহমানের মেয়ে।
গেবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।।

