পলাশবাড়ীতে বাঁধে ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করায় জরিমানা
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মেরিনা আফরোজ মোবাইল কোর্ট পরিচালনা করে করতোয়া বাঁধের উপর দিয়ে ট্রাক্টরে করে মাটি পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়ার করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বিপণন করে করতোয়া নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত করায় এ জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মেরিনা আফরোজ বলেন, এ ধরনের কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

