লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকগন।চলছে পুরোদমে চারা রোপণের কাজ।কৃষকরা জমি তৈরী,চারা রোপন কাজে কৃষকগন ব্যস্ত সময় পার করছেন। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় লাখাইর শতভাগ আউশ ও বোনা আমন তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিতে পড়েন কৃষককূল।
বন্যার এ ক্ষতি কাটিয়ে উঠতে তারা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষকগন। বন্যার পানি কমতে থাকার সঙ্গে সঙ্গে তারা জমিতে রোপা আমন চাষে ব্যস্ত হয়ে পড়েছে।মাঠের প্রতিটি জমি যাতে চাষের আওতায় আনতে পারে সে চেষ্টা চালাচ্ছে তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, চলতি মৌসুমে রোপা আমনের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৩ হাজার ৭ শত ৪০ হেক্টর জমি।ইতিমধ্যে ৬ শত হেক্টর জমি রোপন করা হয়েছে।
তথ্যে আরো জানা যায়, চলতি মৌসুমে বীজতলা তৈরীর লক্ষ্যমাত্রা ছিল ১শত ৯০ হেক্টর জমি কিন্তু জমি তৈরী হয়েছে ২০০ হেক্টর।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার এর সাথে আলাপকালে তিনি জানান আমরা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্নধরনের পরামর্শ ও উৎসাহ দিয়ে আসছি। উপসহকারী কৃষি কর্মকর্তাগন সহ আমরা সকলে মাঠ পর্যায়ে কৃষকের পাশে থেকে কাজ করছি। কৃষকদের স্বল্প মেয়াদি ধানের জাত ব্রীধান-৭২ ও বীনা-৭ ধান চাষে উদ্বুদ্ধ করছি।আবহাওয়া অনুকুলে থাকলে চাষের লক্ষ্যমাত্রা আরো ১০০ হেক্টর বেশী হতে পারে বলে আমরা আশাবাদী।

