শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাঁওতাল শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাঁওতাল শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া সাঁওতাল পল্লীতে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। শহিদ সাঁওতাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে চিকিৎসক ডা. উত্তম দেবগুপ্ত সাঁওতাল শিশুদের বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
আয়োজকরা জানান, পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর শিশুদের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন। পর্যায়ক্রমে জেলার প্রত্যন্ত অঞ্চলেও আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর মানুষের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হবে। এই ধরনের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।
ক্যাম্পের উদ্বোধন করেন, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাস্কে। অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ গাইবান্ধা সদর উপজেলা আহবায়ক গোলাম রব্বানী মুসা, প্রিসিলা মুরমু, অলিভিয়া হেমব্রম প্রমুখ। দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক সাঁওতাল শিশুকে চিকিৎসাসেবা প্রদান এবং ব্যবস্থাপত্র অনুযায়ী প্রত্যেক শিশুকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

