পলাশবাড়ীতে ফ্যানের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি পশ্চিমপাড়ায় ফ্যানের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল ১৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত শাহিদুল ঐ গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে।
কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য সামিউল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, শাহিদুল ঘরে বৈদ্যুতিক ফ্যানের লাইন দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

