গোবিন্দগঞ্জে করোনা প্রতিরোধে দি হাঙ্গার প্রজেক্ট কর্মকর্তাদের সঙ্গে সুধিজনের মিটিং
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের করোনা প্রতিরোধ প্রকল্পের কর্মকর্তা ও সুধিজনের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৭ আগষ্ট) সকাল ১১টায় পৌরশহরের হীরক ক্লিনিক এন্ড কনভেনশন সেন্টারে এ মিটিং করা হয়। শিক্ষক, স্বাস্থ্য কর্মী, সমাজসেবক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গের সঙ্গে দি হাঙ্গার প্রজেক্টের করোনা প্রতিরোধ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এ মিটিং করেন।
এসময় করোনা প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনামুলক আলোচনা করেন, দি হাঙ্গার প্রজেক্ট করোনা প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী যুগল চন্দ্র সরকার, জেলা ইনফরমেশন সার্ভিসেস প্রোপাইটর (আইএসপি) মো. সোয়াইবুর রহমান সজিব, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য সহকারী ডাক্তার আহসান হাবিব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মো. ময়েজ উদ্দিন ও দি হাঙ্গার প্রজেক্ট গোবিন্দগঞ্জ উপজেলা সমন্বয়কারী মো. বকুল মিয়া প্রমুখ।

