গোবিন্দগঞ্জে সুবিধাভোগিদের মাঝে সেলাই মেশিন বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১১ PM, ১৭ অগাস্ট ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে সুবিধাভোগিদের মাঝে পাঁচটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিকালে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এসময় তিনি পাঁচজন সুবিধাভোগীদরে হাতে সিঙ্গার কোম্পানির সেলাই মেশিন তুলে দেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পত্রানুযায়ী স্থানীয় এমপির নিকট হতে প্রাপ্ত তালিকার ভিত্তিতে সিঙ্গার কোম্পানির সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।

সুবিধাভোগীরা হলেন- দিঘির হাটের মোজাম্মেলের স্ত্রী মোছা. মোস্তাকী জান্নাতি, ধুতুরবাড়ী গ্রামের মোকসেদ আলীর স্ত্রী মোছা. জোসনায়ারা, খড়িয়া গুমানীগঞ্জের মো. আব্দুল খালেকের স্ত্রী খাতিজা বেগম, বোয়ালিয়া গ্রামের মো. ইছহাক আলীর স্ত্রী মোছা. শেফালী বেগম, চক গোবিন্দ গ্রামের আবু তারেকের স্ত্রী মোছা. হোসনে আরা প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, রাজিয়া সুলতানা সুমি, মেহের আলী, এমপির পিএস খায়রুল আলম, যুবলীগ নেতা নুরন্নবী সরকার নান্নু, রত্না জাহান বন্যা প্রমুখ।

আপনার মতামত লিখুন :