গোবিন্দগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিএনপির দোয়া
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১৬ আগষ্ট) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল বাদ আছর দলীয় কার্যালয়ে জন্মবার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়ার জন্য আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক,জেলার সহ সভাপতি জননেতা ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু, পৌর বিএনপি সদস্য সচিব আবু জাফর লেলিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন পাতা, যুগ্ম আহবায়ক এনামুল হক, অধ্যাপক জোবায়ের রহমান, রুহুল আমীন লেবু, ইমরান চৌধুরী ও আব্দুল মালেক প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল আলম জুয়েল, সদস্য সচিব কাজী রিপন, পৌর যুবদলের আহবায়ক মঈন উদ্দিন লিপন, সদস্য সচিব বিপ্লব মৃধা,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান আকন্দ, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক শেখ শাহ আলম, সদস্য সচিব রানু মন্ডল বাবু, পৌর আহবায়ক মাহবুব মোশেদ সোহেল,সদস্য সচিব কাজল চাকী,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন,উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল আমিন রনি,সদস্য সচিব মনির হোসেন সরকার,পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম,মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহবায়ক মোফাজ্জল হোসেন প্রমুখ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামাদলের সাধারন সম্পাদক মাওলানা মোঃ ইসমাঈল হোসেন সিরাজী।

