বাহুবলে একই বিদ্যালয়ের ৬ষষ্ঠবারের সভাপতি হলেন-সমাজ সেবক নিরু
আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির আবারও সভাপতি হয়েছেন বাহুবলের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নিরনঞ্জ সাহা নিরু।
এনিয়ে তিনি ৬ষ্ঠ বারের মত সভাপতি মনোনীত হয়ে ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হয়েছেন।
এদিকে, ধারাবাহিক ৬ষ্ঠ বারের সভাপতি হিসের মনোনীত হওয়ায় হবিগঞ্জ ১-আসনের সংসদ সদস্য, গাজী মোহাম্মদ শাহওয়াজ মিলাদ, গভণিং বডির সকল সদস্য, অধ্যক্ষ,প্রভাষক বৃন্দ,শিক্ষক / শিক্ষিকা বৃন্দ, অভিবাবক বুন্দ, এলাকার সুধীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেন।

