গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১৭ PM, ১৫ অগাস্ট ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্ব-পরিবারের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদুসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

শেষে দোয়া মাহফিল ও যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

আপনার মতামত লিখুন :