লাখাইয়ে জুয়া খেলার সরঞ্জামাদী সহ গ্রেপ্তার ২
এমএ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের লাখাইয়ে বিশেষ অভিযানে ২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে লাখাই থানার পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিওিতে বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের রব মিয়ার পুকুর পাড়ে একদল জুয়াড়ি জুয়া খেলছে এমন সংবাদের ভিওিতে এস আই সাদরুল হাসান খান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে ২ জুয়াড়িকে গ্রেপ্তার করে। এসময় আরও ৫ জুয়াড়ি পালিয়ে যায়।
এ ঘটনায় লাখাই থানায় জুয়া আইনে ৭ জনকে আসামী করে নিয়মিত মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো- করাব গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মোঃ হাবিব মিয়া (৫০) ভাদিকারা গ্রামের মৃত অহিদ মীরের ছেলে আশরাফকে (২৫) আজ ১৪ আগষ্ট রোববার হবিগঞ্জ আমলী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পালিয়ে যাওয়া আসামীরা হলো- ভাদিকারা গ্রামের মৃত আবুলালের ছেলে সুমন মৃত আব্দুল গফুরের ছেলে সাইদুল জালাল মিয়ার ছেলে সেন্টু তুলাই মিয়ার ছেলে শামসু মিয়া ও মনা মিয়া এবং জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৬ শত টাকা জব্দ করা হয়েছে।
আসামী গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

