লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপনে নানা কর্মসুচি গ্রহন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৬ AM, ১৩ অগাস্ট ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসুচি গ্রহন করা হয়েছে।

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনার্থে ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভায় একাধিক কর্মসূচি গ্রহন করা হয়েছে।

১৫ ই আগষ্টে সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্টানে পতাকা অর্ধনমিত রাখা। সকাল ৯টায় জাতির  পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। সকাল সাড়ে ৯টায় ফ্রি-মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধন। সকাল ১০টায় শোক র‍্যালী ও মৌন মিছিল। সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা ও দোয়ার মাহফিল। দুপুর ১২টায় পুরস্কার বিতরণ ও বেকার যুবকদের কে যুব ঋণ বিতরণ। বাদ যোহর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত এবং সুবিধামতো সকল মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিস্টানে প্রার্থনার আয়েজন এবং হাসপাতালে, জেলখানায়, এতিম ও শিশু পরিবারদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন  ভারাক্রান্ত মনে বলেন, আগামী ১৫ ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি সরকারের নির্দেশ অনুযায়ী যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দিবসটি পালনের জন্য তিনি উপজেলার সকল স্তরের জনগনের প্রতি আহবান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :