দুই আসনে উপনির্বাচন; আজ রাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০৯ PM, ১০ নভেম্বর ২০২০

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

ঢাকা- ১৮ ও সিরাজগঞ্জ- ১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আসছে বৃহস্পতিবার (১২ নভেম্বর)। এজন্য দুই নির্বাচনী এলাকায় মোটরসাইকেল সহ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ১০ নভেম্বর ইসির সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিধি-নিষেধের বিষয়ে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সুনির্দিষ্ট ব্যতিক্রম প্রেক্ষাপটে নির্ধারিত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানা যায়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট ও দেশ-বিদেশের পর্যবেক্ষকদের ক্ষেত্রে তা শিথিলযোগ্য। নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে যুক্ত দেশ-বিদেশের সাংবাদিক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজ যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহৃত যানবাহনের চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহ সহ অন্য প্রয়োজনে কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা শিথিল করতে পারে।

আসছে ১২ নভেম্বর সিরাজগঞ্জ- ১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর এই আসনটিও শূন্য হয়।

ওইদিন রাজধানীর উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ, বিমানবন্দর, উত্তরখান, দক্ষিণখান ও খিলক্ষেত থানা নিয়ে গঠিত ঢাকা- ১৮ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চলতি বছরের ৯ জুলাই এ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।

আপনার মতামত লিখুন :