পলাশবাড়ী পৌরসভা নির্বাচন ১০ ডিসেম্বর

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৫ PM, ১০ নভেম্বর ২০২০

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

আসছে ১০ ডিসেম্বর গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচন। সীমানা জটিলতা নিয়ে হাইকোর্টে রীট পিটিশনের প্রেক্ষিতে ১৪ বছর স্থগিত থাকার পর মামলাটি খারিজ করে পলাশবাড়ী পৌরসভা ঘোষণা করা হয়। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় পলাশবাড়ী পৌরসভা বাস্তবায়নের গ্রেজেটসহ তালিকা প্রকাশ করেন।

পলাশবাড়ী সদর ইউনিয়ন-১৯টি মৌজা, কিশোরগাড়ী ইউপি-৪টি মৌজা, বরিশাল ইউপি-১টি মৌজাসহ মোট ২৪টি মৌজার সমন্বয়ে গঠিত হয় পলাশবাড়ী পৌরসভা।

গত ৩ নভেম্বর পলাশবাড়ী পৌরসভার তফসিল ঘোষণা করা হয়। তফসিল মোতাবেক মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের শেষ দিন ১৭ নভেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ২৩ নভেম্বর, ভোট গ্রহণ হবে ১০ ডিসেম্বর।

নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের স্ব-স্ব এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা ও জনসংযোগ শুরু করেছেন। ইতিমধ্যে নবগঠিত পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ প্রার্থী নির্বাচনী সভায় ৩ জনের স্থলে ৬ জনের নামের প্রস্তাব কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করা হয়েছে।

প্রস্তাবকৃতরা হলেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহসভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, স্বেচ্ছালীগের আব্দুুল্যাহেল কাফি মন্ডল।

এছাড়াও নির্বাচনে অংশগ্রহণ করছেন সাবেক পলাশবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ইসলাম, জাতীয়তাবাদী দল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় পার্টির উপজেলা শাখার মজিবর রহমান ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের আনাগোনা শোনা যাচ্ছে। তবে কে হচ্ছেন পৌর পিতা? ভোটারদের মাঝে এ নিয়েই বইছে আলোচনা-সমালোচনার ঝড়।

আপনার মতামত লিখুন :