পলাশবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহি বাস চেকিং করে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। ৩ আগষ্ট সন্ধ্যা ৭টায় নিউ পিংকী এক্সক্লোসিভ পরিবহন (মেট্রো-ব-১৪-৯৪০৮) বাসটি চেকিং করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত যুবক আল আমিন (২৩) কুড়িগ্রাম জেলার ভুরাঙ্গামারী থানার খামার আন্দারিঝার গ্রামের ওয়াদুদ মন্ডলের ছেলে। অভিযান পরিচালনা করেন, থানা এসআই সুলতান মাহমুদ এর নেতৃত্বে একটি টিম। ৪ (চার) কেজি গাঁজা বৈদ্যুতিক তারের কয়েলের সহিত পরিবহন করছিল এ মাদক কারবারি।
অপরদিকে ৪ জুলাই দুপুরে একই স্থানে আলম এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস (মেট্রো-ব ১৪-৬৪২৩) চেকিং করে ৪৮ বোতল ফেন্সিডিলসহ সুফিয়া বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী সুফিয়া বেগম ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার জাসন মশালডাঙ্গী গ্রামের মৃত আবুল কালামের স্ত্রী।
এব্যাপারে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

