বাহুবলে শিশু কল্যাণ বিদ্যালয়ে নীলকান্ত সাহা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;
হবিগঞ্জের বাহুবলের সাতকাপন আউলিয়া-নূর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নীলকান্ত সাহা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। গত ৩ আগষ্ট, রোজ- বুধবার বিকেল ৪টার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ ও রিংকু দাশ, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং কমিটির সভাপতি নিরঞ্জন সাহা নিরু, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক মাস্টার মখলিছুর রহমান, সাংবাদিক মোঃ নুরুল ইসলাম মনি, সানশাইন মডেল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এম. শামছুদ্দিন, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, আউলিয়া-নূর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদ মিয়া ও জমিদাতা মোঃ এখলাছুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়াত ও মোনাজাত পরিচালনা করেন ইসমাইল মাহমুদ ফিরোজ।
উল্লেখ্য যে, ভবনটি প্রদান করেছেন, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং কমিটির সভাপতি ও নিরঞ্জন সাহা নিরু।

