জেলা প্রশাসকের প্রচেষ্টায় টাকা ফেরৎ পেল ভুক্তভোগিরা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০২ PM, ০৪ অগাস্ট ২০২২

Spread the love
এম এ ওয়াহেদ লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে অভিযোগের প্রেক্ষিতে ক্ষতিপূরণের সমুদয় আর্থিক ক্ষতিপূরনের টাকা পেল ভুক্তভোগীরা।
মোছাঃ মিনারা খাতুন, স্বামী- মৃত আইয়ুব আলী এবং মোঃ আব্দুর রহিম রাজ, পিতা- বীর মুক্তিযোদ্ধা মোঃ সফর আলীগন জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেন যে,  গত ১৬ আগষ্ট ২০২১ তারিখে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর নামক স্থানে ট্রাক-সিএনজি দূর্ঘটনায় জেলার ০৭ জন ব্যক্তি মারা যান। তাদের মধ্যে ৫ জনের পরিবার শ্রম অধিদপ্তরে অনুদানের জন্য আবেদন করেন। শ্রম অধিদপ্তর হতে নিহত প্রত্যেকের পরিবারের নামে ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) করে অনুদান প্রদান করা হয়। কিন্তু চুনারুঘাট এর একদল দালাল দরখাস্ত করা, অফিস খরচ ইত্যাদির নামে ক্ষতিগ্রস্ত প্রত্যেক  পরিবার কে জন প্রতি ৫০০০০ এবং৬৫০০০ টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করে।
তাৎক্ষণিকভাবে অভিযোগ আমলে নিয়ে তদন্তকারী কর্মকর্তা হিসেবে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শোয়েব শাত-ঈল-ইভানকে তদন্তকারী কর্মকর্তা হিসাবে নিয়োগ করা হয় এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্ত রিপোর্ট এর ভিওিতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশে দালালচক্র ৪ আগষ্ট বৃহস্পতিবার সমুদয় টাকা ক্ষতিগ্রস্ত পরিবারসমূকে ফেরত দিয়েছে। দরিদ্র পরিবারগুলো অনুদানের অর্থ পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানান।
জেলা প্রশাসকের পক্ষ থেকে এ ধরনের দালালদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে মিডিয়ার সহায়ক ভূমিকা কামনা করা হয় এবং জনসাধারণকে সচেতন থাকতে অনুরোধ করা হয়।

আপনার মতামত লিখুন :