গোবিন্দগঞ্জে গ্রিল কেটে ২টি মোটরসাইকেল চুরি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসার গ্রিল কেটে ২টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে পৌরশহরের চক গোবিন্দ চাষকপাড়ায় এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, পৌরশহরের চক গোবিন্দ চাষকপাড়ার বাসিন্দা শামীম আকতার ব্যবসার কার্যক্রম শেষে রাতে বাসায় যান। রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তিনি। রাতের কোন এক সময় তার বাসার গ্রিল কেটে ২টি মোটরসাইকেল চুরি হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রুমের দরজা খুলে গ্রিল কাটা দেখে তিনি ভেতরে গিয়ে দেখেন তার রাখা ২টি মোরসাইকেল চুরি হয়ে গেছে। তাৎক্ষণিক মোটরসাইকেল উদ্ধারের জন্য তিনি বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করতে থাকেন। বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজির একপর্যায়ে মোটরসাইকেলের সন্ধান না পেয়ে চুরির ঘটনায় ৮ নভেম্বর শামীম আকতার থানায় অজ্ঞাতনামা একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং- ৩৮৮।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া মোটরসাইকেল ২টি উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

