কেন্দ্রীয কর্মসূচির অংশ হিসাবে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি;
সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি’র কেন্দ্র ঘোষিত ৩১শে জুলাই বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের ওপর গুলিবর্ষণ ও নির্বিচারে গুলি করে সেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে, আজ সোমবার গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও প্রখ্যাত শ্রমিকনেতা আনিছুজ্জামান খান বাবু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম,গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহসভাপতিও শহর আহবায়ক শহিদুজ্জামান শহীদ,আলমগীর সাদুল্ল্যা দুদু, শহর বিএনপির সদস্য সচিব লোটাস খান, জেলা কৃষকদলের সভাপতি ইলিয়াস হোসেন,সহ সভাপতি সাজাদুর রহমান সাজু, জেলা মহিলাদলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা,যুগ্ম সস্পাদক মাধবী রানী সরকার,সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জামিরুল ইসলাম খন্দকার,জেলা যুবদলের প্রচার সম্পাদক আব্দুল ওহাব লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, যুগ্ম সম্পাদক বিপুল কুমার দাস, জেলা জাসাস সদস্য সচিব কাওসার খান সুজন, গাইবান্ধা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ রনি,গোবিন্দগন্জ উপজেলা আহবায়ক শেখ শাহ আলম, গাইবান্ধা শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিষ্ণু কুমার দাস, সদস্য সচিব ফরহাদ আলী, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শাহীন, যুগ্ম সম্পাদক মিরাজুজ্জামান রবিন ও খালিদ হাসান প্রমুখ।
শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

