বানিয়াচংয়ে উপজেলা মহিলা আ’লীগের মানববন্ধন ও প্রতিবাদ সভা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৬ PM, ৩১ জুলাই ২০২২

Spread the love
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা মহিলা আ’ লীগের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ জুলাই)  বিকাল ৪টায় উপজেলা সদরে শহীদ মিনার প্রাঙ্গনে সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’ লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিনা আক্তারের নেতৃত্বে মহিলা আ’ লীগের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা মহিলা আ’লীগে সভাপতি জমিলা খাতুন ও সাধারণ সম্পাদক আলেয়া জাহিরের অন্যায়,অযৌক্তিক ও অগঠনতান্ত্রিক  সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে।প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জেলা মহিলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যায়, অবৈধ ও অগঠনতান্ত্রিকভাবে পুরাতন কমিটি বিলুপ্ত না করে নতুন কমিটি অনুমোদন দেয়। যার ফলে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি।
হবিগঞ্জ জেলা মহিলা আ’লীগের নেতৃবৃন্দ এভাবে অনিয়মের মাধ্যমে কমিটি অনুমোদন দেয়ায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুরাতন কমিটি বহাল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হলে আমরা নবাগত নেতৃত্ব কে স্বাগত জানাবো।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় মহিলা আ’লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আপনার মতামত লিখুন :