লাখাই ইন্সটিটিউট অব ফ্রিলান্সিং এন্ড আউটসোর্সিংয়ে ফার্নিচার ও কম্পিটার বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩০ PM, ২৮ জুলাই ২০২২

Spread the love
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
২৮ জুলাই বৃহস্পতিবারে হবিগঞ্জ-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র অর্থায়নে ‘লাখাই ইন্সটিটিউট অব ফ্রিলান্সিং এন্ড আউটসোর্সিং’ প্রতিষ্ঠানে ফার্নিচার ও কম্পিউটার বিতরণ করা হয়। সম্মানিত মাননীয় সংসদ সদস্য এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফার্নিচার ও কম্পিউটার প্রদান করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা ও  উপজেলা নির্বাহী অফিসার  মোঃ শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আলেয়া বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি লাখাইয়ের বেকারত্ব নির্মূলে এবং আইসিটি খাতে তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এরকম একটি প্রতিষ্ঠান গড়তে এগিয়ে আসায় উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য প্রতিষ্ঠানতিতে ফ্রিলান্সার তৈরির প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :