লাখাইয়ে প্রান্তিক মৎস্য চাষীদের সাথে মতবিনিময়

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৩ PM, ২৫ জুলাই ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

লাখাইয়ে জাতীয়  মৎস্য সপ্তাহ-২২  এর তৃতীয়দিনে প্রান্তিক মৎস্যচাষী উপজেলার সিংহগ্রাম গ্রামের  আব্দুর রহমান এর শিং মাছের প্রদর্শনী পুকুরে  জালটেনে মাছ প্রদর্শন পরবর্তী মতবিনিময় সভা পুকুরপাড়ে অনুষ্টিত হয়েছে।

সোমবার ২৫ জুলাই ১১টায় লাখাইর সিংহগ্রাম এর আব্দুর রহমান এর পুকুরপাড়ে মৎস্যচাষীদের সাথে ” মতবিনিময় সভা” মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিস তালুকদার এর সভাপতিত্বে ও সহকারী মৎস্য  কর্মকর্তা বোরহান উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার  উদ্দীন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য  রাখেন, ৮ নম্বর  ওয়ার্ড মেম্বার দুলাল আহমেদ, সাবেক মেম্বার হারুনুর রশীদ, মৎস্যচাষী আব্দুর রহমান।

বক্তাগণ বলেন, মাছের উৎপাদনে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এক দশকের ব্যবধানে লাখাইয়ে  মৎস্যের উদ্বৃত ১৪৪০ মেঃটন থেকে বেড়ে চলতি বছর উদ্ধৃত হয়েছে ২৮৮০ মেঃটন।

এবারের ভয়াবহ বন্যায় লাখাইর ৪০০ শতাধিক  পুকুরের মাছ হাওরে ভেসে যাওয়ায় মৎস্য চাষীদের অনেক ক্ষতিসাধন হয়েছে। মৎস্য  বিভাগ ক্ষয়- ক্ষতি নিরুপনপূর্বক ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীদের সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়।

লাখাইর প্রতিটি পুকুর, ডোবা পরিকল্পিত মাছচাষের আওতায় এনে মাছের উৎপাদন বৃদ্ধিকরতে হবে।

আপনার মতামত লিখুন :