কনে দু’সন্তানের মা, মোবাইল প্রেমে আসক্ত ৯ম শ্রেণির ছাত্রের সাথে বিয়ে

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৩০ PM, ২৩ জুলাই ২০২২

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

মোবাইল প্রেমে আসক্ত হয়ে অবশেষে ৯ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রের বউ হিসাবে কপালে মিলল দু’সন্তানের মা।

প্রেমতো প্রেমেই প্রেমিক জানতোনা তার ভাল বাসার মানুষটি তথ্যগোপন করে অবিবাহিত নারী সেজে তার সাথে প্রেম প্রেম খেলেছেন। ৯ম শ্রেণির ছাত্র ঐ প্রেমিক তার মনের মানুষের সাথে দেখা করতে এসে শেষ-মেশ বিয়ের পিড়িতে বসতে হলো।

বর যাত্রী হিসাবে ঐ প্রেমিকের একমাত্র বন্ধু সেও ৮ম শ্রেণির ছাত্র। প্রেম প্রতারনার এ ঘটনাটি ঘটেছে, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট হাসানপাড়া গ্রামে। ঐ গ্রামের মহির উদ্দিনের কন্যা দু’সন্তানের জননী মৌসুমী আক্তার (২৩) স্বামীর সাথে বনিবনা না হওয়ায় বেশ কিছুদিন থেকে পিতার বাড়ীতে অবস্থান করা কালিন ফেসবুকের মাধ্যমে মোবাইলে পরিচয় ঘটে রংপুর জেলার পীরগাছা উপজেলার পাওটানা হাট গিরগিরি গ্রামের ফারুক মন্ডলের পুত্র ৯ম শ্রেণির ছাত্র সোহেলের সাথে।

সুন্দরী মৌসুমী আক্তার নিজেকে অবিবাহিত দাবি করে সোহেলের সাথে চুটিয়ে পরকিয়া প্রেম চালিয়ে যায়।

প্রেমে পাগল হয়ে গত বৃহস্পতিবার দুপুরে ৮ম শ্রেণিতে পড়ুয়া বন্ধুকে সাথে নিয়ে প্রায় ৬০ কিঃমি পথ অতিক্রম করে সোহেল ছুটে আসে প্রেমিকার সাথে দেখা করতে। দেখা-দেখি পর্বশেষে মৌসুমি সোহেলকে নিয়ে যায় স্থানীয় কাজীর বাড়ীতে। সেখানে মৌসুমি তার পূর্বের স্বামীকে ডির্ভোস দিয়ে নতুন প্রেমিক সোহেলের সাথে রেজিষ্ট্রি করে ওই দিন সন্ধায় তাকে বাড়ীতে নিয়ে আসলে সোহেল জানতে পারে তার প্রেমিকার ২টি সন্তান আছে।

এমন প্রতারনা বুঝে কেটে পড়ার চেষ্টা করে সোহেল ও তার বন্ধু। কিন্তু বিধিবাম এলাকার কতিপয় যুবক তাদেরকে পাকড়াও করে আটক করেন। পরবর্তীতে সোহেল ও তার বন্ধুকে ১দিন ১রাত আটক রাখার পর এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের শালিশ বৈঠকের মাধ্যমে তাদের স্থানীয় মৌলভি দ্বারা বিবাহ সম্পন্ন হয়।

ওই এলাকার ইউপি সদস্য একরামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের বিয়ে হয়েছে লোকমুখে শুনেছি এবং শালিশ বৈঠকে আমাকে ডাকা হয়নি।

আপনার মতামত লিখুন :