লাখাই উপজেলায় বন্যায় ক্ষতি ৪২ কোটি টাকা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫০ PM, ২৩ জুলাই ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই উপজেলায়  এবারের বন্যায় সেতু, কালভার্ট, সড়কে ৪২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সুত্রে জানা যায়, এবারের গেল বন্যায় লাখাই উপজেলার ১শত কিঃ মিঃ সড়ক ও রাস্থা এবং৫টি ব্রীজ ও কালভার্টের ক্ষয়-ক্ষতি হয়েছে। ফলে যানচলাচল ও জন দুর্ভোগ চড়মে।

এ ব্যাপারে লাখাই পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমীরুল ইসলাম আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ২০২২-২০২৩ অর্থ বছরের ভিতরেই আমরা আমাদের সাধ্যের মাধ্যমে অসম্পূর্ণ কাজ শেষ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

লাখাই উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ জানান, এবারের বন্যায় লাখাই উপজেলার যে সমস্ত রাস্থা, ব্রীজ, কালভার্ট ক্ষতি হয়েছে। সে ব্যাপারে আমি আমার কার্যালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আইডি করে চাহিদা পাঠিয়েছি।

তিনি আরো বলেন, লাখাই উপজেলার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে ২০২২-২০২৩ সালের ভিতরেই ব্রীজ, রাস্তাও কালভার্ট মেরামতের ব্যাবস্থা নেয়ার কাজ হাতে নিয়েছি।

আপনার মতামত লিখুন :