হবিগঞ্জের লাখাইয়ে রিপোর্টার্স ইউনিটির ঈদ পূণর্মিলনী ও কমিটি গঠন
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জে লাখাইয়ে লাখাই রিপোর্টার্স ইউনিটির ঈদপূনর্মিলনী, কমিটির পূনর্গঠন ও আলোচনা সভা অনুষ্টিত। লাখাই রিপোর্টার্স ইউনিটির মেয়াদোত্তীর্ন কমিটির পূনর্গঠন ও আলোচনা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে রিপোর্টার্স ইউনিটির বুল্লাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ইউনিটির সভাপতি আলহাজ মোঃ বাহার উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্টিত হয়। সভায় আলোচনায় অংশ নেন সহসভাপতি ছায়েদুর রহমান, যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান শাহীন মোল্লা,নির্বাহী সদস্যে মাওঃ জালাল আহমেদ, এম,এ,ওয়াহেদ, প্রচার সম্পাদক আলী আহমেদ, দপ্তর সম্পাদক তাফাজ্জুল হক প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত সদস্যবৃন্দ পবিত্র ঈদ- উল- আজহার ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় করেন এবং লাখাই রিপোর্টার্স ইউনিটির কর্মকান্ডের গতিশীলতা আনয়নে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানানো হয়।
সভায় কমিটি পূনর্গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে আলহাজ্ব মোঃ বাহার উদ্দীনকে ( দৈনিক ঢাকা,দৈনিক খোয়াই) সভাপতি, এম,এ,ওয়াহেদকে (দৈনিক ভোরের ডাক ও দৈনিক আমার হবিগঞ্জ) সিনিয়র সহ-সভাপতি, বিল্লাল আহমেদকে (দৈনিক আজকের হবিগঞ্জ) সাধারন সম্পাদক , মহিউদ্দিন আহমেদ রিপনকে (দৈনিক ভোরের কাগজ) সাংগঠনিক সম্পাদক এবং ছায়েদুর রহমানকে অর্থ সম্পাদক করে ১৬ ( ষোল) সদস্য বিশিষ্ট লাখাই রিপোর্টার্স ইউনিটির কার্যকরি কমিটি ২০২২-২০২৪ পূনর্গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মাওলানা জালাল আহমেদ ( দৈনিক ইনকিলাব), গাজী শাহজাহান চিশতী, যুগ্ন সম্পাদক শাহিনুর রহমান শাহীন মোল্লা (ভোরের আলো), দপ্তর সম্পাদক আলী আহম্মদ, প্রচার সম্পাদক তাফাজ্জুল হক, তথ্য ওপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ সালিক আহম্মেদ (দৈনিক খোয়াই) ,অর্থ সম্পাদক ছায়েদুর রহমান( দৈনিক প্রভাকর), সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহ আমজাদ হোসেন নয়ন, নির্বাহী সদস্য ঝন্টু লাল দাশ, আকিব শাহরিয়ার (সুরমা কন্ঠ), কামরুল ইসলাম (বিশ্ব মানচিত্র), শামীম চৌধুরী (বিজয়ের প্রতিধ্বনি)।

