পলাশবাড়ীতে গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫৯ PM, ২০ জুলাই ২০২২

Spread the love
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের নিমিত্তে ২০ জুলাই বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। প্রেস ব্রিফিং-এ উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান মুজিববর্ষ উপলক্ষে সুবিধাভোগীদের সেমি-পাকা একক গৃহের বিষদ বিবরণ প্রদান করেন। সেই সাথে প্রকল্প সংশ্লিষ্ট সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তিনি আরও বলেন, ইতিমধ্যে তৃতীয় পর্যায়ে তালিকাভুক্তদের নামে ২ শতাংশ জমি ও গৃহের কবুলিয়াত দলিল সম্পাদন সম্পন্নের পথে।
প্রকাশ থাকে যে, প্রথম পর্যায়ে পলাশবাড়ী পৌরসভার আমবাড়ী ৩টি, জামালপুর ১টি। কিশোরগাড়ী ইউনিয়নের গণকপাড়া ৫টি, গোপালপুর ৩টি। হোসেনপুর ইউনিয়নের সাতআনা নওদা ৮টি, লক্ষীপুর ১০টি। মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর ৬টি, ফরকান্দাপুর ৭টি। বেতকাপা ইউনিয়নের বলরামপুরে ১৭টি সহ মোট ৬০টি গৃহ নির্মাণ করা হয়।
দ্বিতীয় পর্যায়ে পলাশবাড়ী পৌরসভার আমবাড়ী ১৬টি, হরিণমারী ৫টি। হোসেনপুর ইউনিয়নের দিগদারী ২টি। মহদীপুর ইউনিয়নের ফরকান্দাপুর ১৭টি সহ মোট ৪০টি গৃহ নির্মাণ করা হয়।
বর্তমানে তৃতীয় পর্যায়ে পলাশবাড়ী পৌরসভার আমবাড়ী ৩টি, সুইগ্রাম ৭টি, পলাশগাছী ২৬টি। হোসেনপুর ইউনিয়নে সাতআনা নওদা ২৪টি, দিগদারী ৪৯টি ও লক্ষীপুরে ৬৪টি মোট ১৮৫টি গৃহ নির্মাণ কাজ চলছে।
উল্লেখ্য, আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ২৬ হাজার ২২৯ জন গৃহহীন মানুষের মাঝে উপহার হিসেবে পাকাঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এর আলোকে পলাশবাড়ী উপজেলায় ১৪০টি ঘরের দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :