একজন হরিদাস পালের সংসার চলে হাঁড়ি পাতিল বিক্রি করে

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১২ PM, ২০ জুলাই ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের হরিদাস পালের সংসার চলে হাঁড়ি পাতিল বিক্রি করে।

হঠাৎ একদিন হরিদাস পালের সাথে আলাপ কালে জানা যায় তার বাড়ী মোড়াকরি গ্রামের মৃত ননীগোপালের ছেলে হরিদাস পাল (৬৫) তার কাছে জানতে চাইলে তিনি জানান, ৩০ বছর যাবত হাঁড়ি পাতিল নোয়াপাড়া এলাকা থেকে হাঁড়ি পাতিল ক্রয় করে বিভিন্ন গ্রামে পায়ে হেঠে হাঁড়ি পাতিল বিক্রি করে চলে ৫ সদস্যের সংসার। ছেলে মেয়ে কয়জন জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন ১স্ত্রী ২ মেয়ে ১ ছেলে। এদের মাঝে ছেলে ছোট।

এই হাঁড়ি পাতিল বিক্রি করে দৈনিক কতটাকা আয় হয় জানতে চাইলে তিনি জানান, সাড়াদিন হাঁড়ি পাতিল বিক্রি করে ২শত টাকা থেকে আড়াইশত টাকা আয় হয়। তা দিয়েই চলে আমার গরীবের সংসার।

তিনি আরো জানান, আমার সংসারে আয় রোজগার করার মত উপযুক্ত ছেলে নেই তাই সংসার চালাইতে আমাকেই এ পথ বেছে নিতে হয়েছে।

সরকারের পক্ষ থেকে কোন সুযোগ সুবিধা পান কি না জানতে চাইলে তিনি জানান, আমি হিন্দু মানুষ কে দিবে আমাকে সাহায্য। তাই নিজের ভাগ্য বদলাইতে নিজেই এ বয়সে কাজ করে জীবিকার তাগিদে হাঁড়ি পাতিল বিক্রি করে কোন রকম সংসার চালিয়ে যাচ্ছি।

আপনার মতামত লিখুন :